
ছবিঃ সংগৃহীত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় স্থানীয় বাসিন্দা মজিবর বেপারীকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভিকটিমসহ তার বাবা এবং নানী থানার আসার পর তাদের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, ওই গ্রামের বাসিন্দা ছয় বছরের এক শিশু কন্যাকে গত ৮ মে দুপুরে নির্জন বাড়িতে বসে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী খালেক বেপারীর ছেলে মজিবর বেপারী (৫০)।
এসময় ওই শিশুর চিৎকার শুনে তার নানী এগিয়ে আসলে লম্পট মজিবর বেপারী দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার সময় শিশুর নানী তাকে ঝাপটে ধরে। একপর্যায়ে ওই শিশুর নানীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মজিবর বেপারী দৌঁড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে নাতনীর কাছে বিস্তারিত জেনে শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুরো বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য লম্পট মজিবরের স্বজনরা শিশুর নানীকে প্রথমে টাকার প্রলোভন দেখায়। কিন্তু তাতে সে (নানী) রাজি না হওয়ায় তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘটনার পরেরদিন (৯ মে) কাজিরাট থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ইমরান