ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তীব্র যানজট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২৬, ৯ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এসময় আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া মহাসড়ক অবরোধ তুলে নেয়া হবে না বলে ঘোষণা দেন তারা। শুক্রবার (৯ মে) রাত নয়টার দিকে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

এসময় সড়কে বাঁশ, লাঠি ফেলে ও ট্রাকসহ বেশ কিছু যানবাহন আড়াআড়ি রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানচলাচল বন্ধ করে দেন তারা। এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যাতিত সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর ফলে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।এসময়  আন্দোলনকারী নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহরাব হোসেন প্রভাত, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ জাবেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মোহাম্মদ মাহফুজ আলম ও সদস্য সচিব মোঃ হৃদয় ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পাসের ইনচার্জ টি আই মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ঢাকামুখী লেনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে। 

রাজু

×