ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান: পিটিভি

প্রকাশিত: ০৬:১৯, ১০ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান: পিটিভি

ফাইল ছবি

ভারতের বিমানঘাঁটিতে হামলার জবাবে এবার পাল্টা সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। শনিবার সকালে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ ‘নিরাপত্তা সূত্রের’ বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

পিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধমূলক অভিযানে নেমেছে পাকিস্তান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার স্থান, সময় কিংবা ব্যবহৃত অস্ত্র সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করেনি রাষ্ট্রীয় মাধ্যমটি।

এর আগে ভোররাতে ভারতের বিমানবাহিনী পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ‘এয়ার-টু-সারফেস মিসাইল’ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছিল পাকিস্তান সেনাবাহিনী। রাওয়ালপিন্ডি, শোরকোট ও চকওয়ালের ঘাঁটিগুলো ছিল হামলার লক্ষ্যবস্তু।

এই ঘটনার জেরে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা।

পাকিস্তানের পাল্টা হামলার খবর সামনে আসায় পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএফ

×