ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ফুটপাত দখল করে বিআইডব্লিউটিএ’র সীমানা প্রাচীন নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০২:১৮, ১০ মে ২০২৫; আপডেট: ০২:২৪, ১০ মে ২০২৫

ফুটপাত দখল করে বিআইডব্লিউটিএ’র সীমানা প্রাচীন নির্মাণ

বরিশাল সিটি করপোরেশন যখন ফুটপাত উদ্ধার ও দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে, তখনই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নগরীর বান্দ রোডে অবস্থিত লঞ্চঘাট এলাকার ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে।

এলাকার পাঁচ ফুট প্রস্থের ফুটপাতটি সাধারণ মানুষের চলাচলের জন্য বরাদ্দ ছিল, কিন্তু বর্তমানে ওই ফুটপাত দখল করে বিআইডব্লিউটিএ সীমানা প্রাচীর নির্মাণে কাজ করছে। এমনকি ফুটপাতের নিচে থাকা ড্রেনও মাটি ও বালু দিয়ে ভরাট করা হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার সম্প্রতি শহরের জলাবদ্ধতা নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। তিনি নিজে উপস্থিত হয়ে দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে নগরীর অধিকাংশ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তবে, গত কয়েকদিনে সিটি করপোরেশনের উদ্যোগের মধ্যেই বিআইডব্লিউটিএ বান্দ রোডস্থ লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছে। এই সীমানা প্রাচীর পুরনো জায়গায় নয়, বরং ফুটপাতের উপর নির্মাণ করা হচ্ছে।

সম্প্রতি মৃত সাবেক মেয়র শওকত হোসেন হিরণের সময়ে ওই এলাকায় ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হয়েছিল, যা পরে বিআইডব্লিউটিএ সীমানা প্রাচীর নির্মাণ করেছিল। এখন আবার সেই সীমানা প্রাচীর ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে।

পথচারী আরিফ হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠান কিভাবে সাধারণ মানুষের চলাচলের ফুটপাত দখল করতে পারে? বিষয়টি দেখার যেন কেউ নেই।

মাহিন্দা চালক জাহাঙ্গীর হোসেন বলেন, ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করলে মানুষ হাটবে কোথায়? এ ব্যাপারে সিটি করপোরেশনকে জরুরি ভিত্তিতে দৃষ্টি দেয়া উচিত।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ফুটপাতের জায়গা আগের মতোই রয়েছে। পুরোনো সীমানা প্রাচীর ভেঙে নতুন প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ফুটপাত দখলের প্রশ্নই আসে না।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বিষয়টি আমার জানা নেই। সার্ভেয়ার পাঠিয়ে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএফ 

×