ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এবার নিজেদের জনপ্রিয় সংবাদমাধ্যম ’দ্য ওয়্যার’ বন্ধ করল ভারত, কিন্তু কেন?

প্রকাশিত: ০২:৫৯, ১০ মে ২০২৫; আপডেট: ০৩:০০, ১০ মে ২০২৫

এবার নিজেদের জনপ্রিয় সংবাদমাধ্যম ’দ্য ওয়্যার’ বন্ধ করল ভারত, কিন্তু কেন?

ছবিঃ সংগৃহীত

ভারতের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর ওয়েবসাইটে ঢুকতে পারছেন না পাঠকরা। পাচ্ছেন ব্লকড বার্তা। জানা গেছে, ইন্টারনেট পরিসেবা প্রদানকারী সংস্থাগুলোকে ওয়েবসাইটটি বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এটি এমন এক সময় ঘটলো, যখন সাধারণ মানুষ বাস্তব তথ্যের সন্ধানে অনলাইন মাধ্যমগুলোর ওপর নির্ভর করছে। সংবাদমাধ্যমটির দাবি, এটি একটি সুপরিকল্পিত সেন্সরশিপ। সামাজিক মাধ্যম এক্স-এ তারা জানিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করে সারাদেশে ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পদক্ষেপে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। তবে সাম্প্রতিক যুদ্ধ সংকটের সময় সংবাদপত্র নিয়ন্ত্রণের ঘটনা এ বিতর্ককে আরও তীব্র করেছে। অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে সরকারের সেন্সরশিপ নীতি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, যখন ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সরকার বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যম এক্স-এর অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয়। এর মধ্যে ‘দ্য ওয়্যার’ ছাড়াও কাশ্মীরভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমও রয়েছে।

ঘটনার পর থেকেই সংবাদমাধ্যমগুলো নিজেদের অবস্থানে অটল থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। ‘দ্য ওয়্যার’ জানিয়েছে, তারা সকল আইনগত পথ অনুসরণ করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

সূত্রঃ https://youtu.be/EY-wxIASh_Q?si=-uiQL_ffqtSTfu8L

ইমরান

×