
ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে "জয় বাংলা" স্লোগান দিয়ে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে কোর্ট মসজিদ এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যায় ফেরার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় ঘটনাটি ঘটে।
এই হামলায় সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর আহত হন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে কোর্ট মসজিদ এলাকায় সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিভিন্ন দুর্নীতির অভিযোগে সম্প্রতি বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
ইমরান