
ভাসানী জনশক্তি পার্টি জাতির প্রতিষ্ঠাতা ও বীরদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে।
তালিকায় আছেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
দলটি জানিয়েছে, তাদের ‘ফোর ফাউন্ডিং ফাদারস অব দ্য ন্যাশন’ হিসেবে ঘোষণা করতে হবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
আলোচনায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে দলটির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম এবং প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল কাদের, পারভীন নাসের খান ভাসানী, আমিনুল ইসলাম সেলিমসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
ফুয়াদ