ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থী পারভেজ হত্যার আসামি টিনার ৩ দিনের রিমান্ড

প্রকাশিত: ০১:৩৩, ১০ মে ২০২৫

শিক্ষার্থী পারভেজ হত্যার আসামি টিনার ৩ দিনের রিমান্ড

ছবিঃ সংগৃহীত

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি মাহাদী হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারিয়া হক টিনার সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। মামলার তদন্তে টিনাকে হত্যাকাণ্ডের অন্যতম উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, ঘটনার সময় টিনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আদালত টিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেও তিনি কোনো বক্তব্য দেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম ইসলাম নয়ন বলেন, “ফারিয়া হক টিনা ও ফাতেমা তাসনিম ঐশী—এই দুইজনের নাম তদন্তে উঠে এসেছে। ফাতেমা ঐশী এখনও পলাতক।”

তিনি আরও বলেন, “আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে, এই হত্যাকাণ্ড সরাসরি নির্দেশ ও মদদে সংঘটিত হয়েছে। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত ২টার দিকে রাজধানীর নর্দ্দা এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে ফারিয়া হক টিনাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহাদী হাসান ও কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

সূত্রঃ https://youtu.be/3_OWG-g0H-E?si=6GvghIOalfLFBmVp

ইমরান

×