
ছবি: সংগৃহীত
বৈশাখের শেষ প্রান্তে এসেও দেশের বিভিন্ন অঞ্চলে গরমের প্রকোপ আরও বেড়েছে। শুক্রবার (৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি কিছু এলাকায় তীব্র আকার ধারণ করতে পারে।
আজ দুপুর ২টা থেকে শুরু করে আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে কিছু অঞ্চলে এই তাপপ্রবাহ তীব্র হয়ে উঠবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশেই প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বর্তমানে বয়ে যাচ্ছে: রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই গরম আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তাই জলপান বৃদ্ধি, রোদ এড়িয়ে চলা, এবং বাহিরে কাজ করার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ফারুক