
ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের অন্তত ১২টি জেলায় আজ রাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায়, দিনগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও নোয়াখালী—এই ১২টি জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সোমবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে—রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এসএফ