
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সামনের কিছু দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৩ মে) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকাসহ দেশের আটটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী দিনের (রোববার, ৪ মে) আবহাওয়ার outlook-এ বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোতে (ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়।
ফারুক