ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে হতে পারে একাধিক কালবৈশাখী

প্রকাশিত: ২১:২৯, ১ মে ২০২৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে হতে পারে একাধিক কালবৈশাখী

ছবি: সংগৃহীত

দেশের আবহাওয়া পরিস্থিতি দিন দিন অস্থির হয়ে উঠছে। ইতোমধ্যেই বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি দেখা যাচ্ছে। এরই মধ্যে মে মাসে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে গঠিত হতে পারে এক থেকে তিনটি লঘুচাপ, যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে মাসজুড়ে বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। এসব ঝড়ের সঙ্গে থাকবে বজ্রপাত ও শিলাবৃষ্টি।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এমনকি এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিক, তবে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।

নদ-নদীর প্রবাহ নিয়েও পূর্বাভাসে সতর্কতা রয়েছে। আবহাওয়াবিদ কামরুল হাসান জানিয়েছেন, মে মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকলেও বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময়বিশেষে বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, মে মাসের আবহাওয়া অনেকটাই অনিশ্চিত ও অস্থিরতার দিকে। তাই নাগরিকদের সতর্ক থাকতে এবং আবহাওয়ার আপডেট নিয়মিতভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার