ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২৩:১২, ১ মে ২০২৫; আপডেট: ২৩:১৪, ১ মে ২০২৫

নীলফামারীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ছবি: জনকণ্ঠ

অত্যান্ত কম বয়সে জীবন সংগ্রামে এসে হেরে গেলেন নির্মাণ শ্রমিক বেলাল মিয়া (২৩)। মে দিবসে যখন সব কাজ বন্ধ রেখে অন্যান্য শ্রমিকরা দিবসটি পালন করছে তখন  ছুটি পাননি এই শ্রমিক। নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে এই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।  

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একটি  শিল্পকারখানার নির্মানাধীন ভবনে। নিহত ওই নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে।

নীলফামারী থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রমতে উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একটি শিল্পকারখানার ৬ তলা ভবনের নির্মান কাজ চলছে। ঘটনার সময় ওই শ্রমিক ৬ তলা ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে অসাবধনাবশত নিচে পড়ে যায়। তার  মাথা ও বুকে গুরুতর জখম প্রাপ্ত হয়ে আহত হন। সংবাদ পেয়ে উত্তরা ইপিজেডে ভেতরে অবস্থিত ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে এসে তাকে  উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান। নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ বেলাল মিয়া মৃত্যুবরণ করেন।

অভিযোগ উঠেছে মে দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক  সংগঠন। সেখানে আজ সকল কাজ বন্ধ থাকার কথা। সেখানে ওই ভবনের কাজ বন্ধ রাখা হয়নি। বিষয়টি গোপনেই থেকে গিয়েছিল। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর নীলফামারীর বিভিন্ন শ্রমিক সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনাটি তদন্ত করে ঠিকাদার প্রতিষ্ঠানের বিচার দাবি করেছে।

এলাকাবাসী জানান সম্প্রকালে উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একের পর এক দূর্ঘটনা ঘটে চলেছে। চলতি বছরের  গত ৬ এপ্রিল রাত আটটার দিকে সনিক বিডি খেলনা তৈরী কারখানার  ডায়াস্টিক মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক রমজান আলী (২৬) ও  খায়রুল ইসলাম (২৫) অগ্নিদগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নেয়া হয়। সেখানে গত ১০ এপ্রিল খায়রুল ও ১২ এপ্রিল রমজান মারা যায়।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার