
ছবি: সংগৃহীত
সমাজ থেকে বৈষম্য দূর করতে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্পিরিট ছিলো সমাজ থেকে বৈষম্য দূর করা। এই লক্ষ্যে শিক্ষা খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি।”
বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, “পৃথিবীজুড়ে চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যেও শিক্ষার্থীদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। নিজেদের পরিবার ও জীবনে এগিয়ে যেতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।”
তিনি শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বে প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং উন্নত ভবিষ্যতের জন্য সবার আগে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দেন।
আসিফ