
ছবিঃ সংগৃহীত
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত—এমন বার্তা দিতেই এই মহড়া পরিচালনা করেছে পাকিস্তানি সেনারা।
ট্যাংক ও কামান ব্যবহারে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন সামরিক বাহিনীর সদস্যরা। পূর্ণমাত্রার এই মহড়া পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির।
ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার মধ্যে নিজেদের সক্ষমতা যাচাই করছে পাকিস্তান সেনাবাহিনী। বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায়, ঝিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে এই মহড়া। এতে ট্যাংক, কামানসহ নানা অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী ছিল।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ‘এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক’ নামক অনুশীলনে অংশ নিয়েছেন। গণমাধ্যমের দাবি, ভারতকে যেকোনো আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই সামরিক অনুশীলন পরিচালনা করা হয়েছে। মূল লক্ষ্য ছিল শত্রুপক্ষকে পাকিস্তানের শক্তিমত্তার বার্তা দেওয়া।
সামরিক মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল অসীম মুনির সেনাদের ভারতের যেকোনো সামরিক পদক্ষেপ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন।
এদিকে, পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি আরব সাগরে যুদ্ধজাহাজের মহড়া চালিয়েছে ভারতও।
ইমরান