
ছবিঃ সংগৃহীত
সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, “ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো।”
বৃহস্পতিবার (১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ–২০২৫ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বদলি ও প্রমোশন প্রসঙ্গে তিনি বলেন,“আমি আইজি থাকার সময় আমার একজন কনস্টেবল দরকার ছিল ঢাকায়। কিন্তু কিছুদিনের জন্যও তাকে বদলি করতে পারিনি। কারণ, তার বাড়ি ফরিদপুরে। এই সিদ্ধান্ত শুধু ফরিদপুর না, কোনো আমলে ফরিদপুরে বাড়ি হলে ঝামেলা, কোনো আমলে বগুড়ায় বাড়ি হলে ঝামেলা। এটা হলে তো ল এনফোর্সমেন্ট চলবে না। এটা আসলে ট্রাইবালিজম।
তিনি আরও বলেন, অনেক অফিসার এই কারণে ভুগেছেন। আমি বলব, যাদের প্রমোশন হয়নি বা যারা চাকরির শেষ সময়ে আছেন, যদি প্রয়োজন হয় তাদের বাড়তি প্রমোশন দিয়ে দিতে, তাও দেওয়া উচিত। কারণ, তারা যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক ঝামেলার মধ্যে ছিলেন, যে কষ্টে ছিলেন—তার ক্ষতিপূরণ শুধু টাকায় বা সিনিয়রিটিতে হয় না। তাই অবসরের আগে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত।”
জনগণ-পুলিশ সম্পর্ক নিয়ে তিনি বলেন,“পুলিশের সঙ্গে জনগণের সম্পর্কটা অনেকটা সংগীতের মতো। যেমন সংগীতে ‘সা রে গা মা পা ধা নিঃ’ বলে একটা আরোহণ আর অবরোহণ আছে—নিচের দিক থেকে উঠা-নামা।পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক এখন অনেকটা ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’র মতো। এই সম্পর্ক যদি না বদলায়, তাহলে পুলিশের প্রতি আস্থা গড়ে উঠবে না। কিন্তু এটা শুধুমাত্র পুলিশের একার পক্ষে বদলানো সম্ভব না।”
দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “আজ অফিসাররা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন, তা ভাবা যায় না। আমি একটা উদাহরণ দিই। আমি জীবনের একটা দীর্ঘ সময় শ্বশুরবাড়িতে কাটিয়েছি। বাধ্য হয়েছিলাম। কারণ, নিজের বাড়ি ছিল না। স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। স্টাফের চাকরি করতাম, জেলা থেকে এসে কিছুদিন শ্বশুরবাড়িতেই ছিলাম। মনটা খারাপ থাকত। কারণ, আমাদের সমাজে শ্বশুরবাড়িতে থাকা খুব বাঞ্ছনীয় কিছু নয়। একদিন আমাদের একজন সিনিয়র আইজি (পাকিস্তান আমলের) আমাকে জিজ্ঞেস করলেন—মন খারাপ? শ্বশুরবাড়িতে থাকো বলেই?
তিনি এরপর বললেন, ‘মিয়া, আসো তোমাকে একটা লিস্ট দেখাই, কতজন শ্বশুরবাড়িতে ছিল, তারাই পরে আইজি হয়েছে। তুমি একদিন আইজি হইবা। আর মনে রেখো—ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো।’”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1017937390303464&rdid=5hvl5rElojdTEPmc
ইমরান