ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সালমান-ঐশ্বরিয়ার প্রেম ভাঙার নেপথ্যে কার দোষ? এত বছর পর মুখ খুললেন সোহেল খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২৫, ২ মে ২০২৫; আপডেট: ০২:২৭, ২ মে ২০২৫

সালমান-ঐশ্বরিয়ার প্রেম ভাঙার নেপথ্যে কার দোষ? এত বছর পর মুখ খুললেন সোহেল খান

বলিউডে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম এক সময় ছিল সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকেই শুরু এই প্রেমের গল্প। গুঞ্জন ছিল, এই সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন সালমান; এমনকি বিয়ের কথাও ভাবছিলেন তিনি। কিন্তু কিছুদিন পরই শুরু হয় টানাপোড়েন, ভেঙে যায় সম্পর্ক। আর সেই ভাঙনের গল্প আজও রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে এত বছর পর এসে এই সম্পর্ক ভাঙার বিষয়ে মুখ খুলেছেন সালমানের ছোট ভাই সোহেল খান। তার দাবি, এই বিচ্ছেদের জন্য মূলত দায়ী ছিলেন ঐশ্বরিয়াই।

সোহেল বলেন, সালমান ঐশ্বরিয়াকে সত্যিই ভালোবাসত। সে চেয়েছিল সম্পর্ককে স্বীকৃতি দিতে। কিন্তু ঐশ্বরিয়া চেয়েছিলেন সম্পর্কটা গোপন রাখতে। এখান থেকেই সালমানের মধ্যে তৈরি হয় নিরাপত্তাহীনতা।

তিনি আরও বলেন, ঐশ্বরিয়া কখনোই সম্পর্কের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। তিনি নিজেই বুঝতে পারছিলেন না সামনে কী করবেন। এই অনিশ্চয়তাই সালমানের জন্য ছিল সবচেয়ে কষ্টদায়ক।

তবে বলিউডের ভেতরের সূত্র বলছে, প্রেম ভাঙার অন্যতম কারণ ছিল সালমানের অতিরিক্ত খবরদারি ও রাগের সমস্যা। এমনকি একাধিকবার সালমান নাকি ঐশ্বরিয়ার উপর শারীরিক নির্যাতনও করেছিলেন। এ নিয়ে অভিনেত্রীর পরিবারও বিরক্ত ছিলেন। শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন ঐশ্বরিয়া।

তৎকালীন সময়ে সালমানের বিরুদ্ধে চলছিল কৃষ্ণসার হরিণ শিকারের মামলা, সঙ্গে চলছিল মাদকাসক্তি ও অস্থির ব্যক্তিজীবনের নানা ঘটনা—যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

তবে ঐশ্বরিয়া কখনোই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি। বর্তমানে তিনি অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত এবং এক কন্যাসন্তানের মা।

বছরের পর বছর পেরিয়ে গেলেও, সালমান-ঐশ্বরিয়ার অসমাপ্ত প্রেম আজও বলিউডের অন্যতম আলোচিত এক ‘ট্র্যাজেডি লাভ স্টোরি’ হিসেবেই রয়ে গেছে।

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার