ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ক্নিপক্যাপ ব্যান্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী তদন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ২ মে ২০২৫

ক্নিপক্যাপ ব্যান্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী তদন্ত

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের হিপ-হপ ব্যান্ড ‘ক্নিপক্যাপ’-এর বিরুদ্ধে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্ত শুরু করেছে। সম্প্রতি অনলাইনে এমন কিছু ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে ব্যান্ডের সদস্যদের রাজনীতিবিদদের হত্যার আহ্বান জানাতে এবং “আপ হামাস, আপ হেজবুল্লাহ” স্লোগান দিতে দেখা যায়।

এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচনার কারণে ব্যান্ডটি আন্তর্জাতিকভাবে আলোচিত। গত মাসে কোচেল্লা মিউজিক ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলবিরোধী বক্তব্য দেওয়ার পর থেকেই তারা সমালোচনার মুখে পড়ে।

ব্যান্ডটির মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্কের পর যুক্তরাজ্যে তাদের একাধিক আসন্ন পারফরম্যান্স বাতিল হয়েছে। এমনকি আগামী মাসের গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে ‘ক্নিপক্যাপ’-কে বাদ দেওয়ার দাবিও তুলেছেন কিছু ব্রিটিশ আইনপ্রণেতা।

অন্যদিকে, ব্যান্ডটির মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন জানিয়ে ডজনখানেক শিল্পী ও সংগীতশিল্পী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ব্যান্ডের এক সদস্য “আপ হামাস, আপ হেজবুল্লাহ” বলে চিৎকার করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, নর্দার্ন আয়ারল্যান্ডভিত্তিক ওই সদস্য বলছেন, “একজন ভালো টরি মানে মৃত টরি। তোমার এলাকার সংসদ সদস্যকে হত্যা করো।” ‘টরি’ বলতে কনজারভেটিভ পার্টিকে এবং ‘এমপি’ বলতে পার্লামেন্ট সদস্যকে বোঝানো হয়েছে। উল্লেখ্য, গত এক দশকে যুক্তরাজ্যের দুই এমপি—জো কক্স এবং ডেভিড অ্যামেস—হত্যার শিকার হয়েছেন।

‘ক্নিপক্যাপ’ ব্যান্ড জো কক্স এবং ডেভিড অ্যামেসের পরিবারকে ক্ষমা চেয়েছে। তারা দাবি করেছে, হামাস বা হেজবুল্লাহর প্রতি কখনোই সমর্থন জানায়নি এবং যেসব ভিডিও ভাইরাল হয়েছে, তা "প্রসঙ্গের বাইরে কেটে সম্পাদিত" এবং মূলত গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনার পর তাদের বিরুদ্ধে “মানহানিকর প্রচারণার অংশ”।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ভিডিওগুলো সন্ত্রাসবিরোধী ইন্টারনেট রেফারেল ইউনিটে পাঠানো হয়েছে এবং বিশেষজ্ঞ কর্মকর্তারা এতে অপরাধ সংঘটনের উপযুক্ত প্রমাণ পেয়েছেন বলে মনে করছেন। তদন্ত চলছে।

২০২১ সালে নিজ নির্বাচনী এলাকায় ছুরি হামলায় নিহত কনজারভেটিভ এমপি ডেভিড অ্যামেসের কন্যা কেটি অ্যামেস ব্যান্ডটির বক্তব্যকে “জঘন্য” বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “এটি নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি সরাসরি হুমকি।” তিনি আইনপ্রয়োগকারী সংস্থার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, যারা ঘৃণা ও সহিংসতা উসকে দেয়, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তার ভাষায়, “একটি সমাজ হিসেবে আমাদের উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমাদের সাংস্কৃতিক ও শিল্পাঙ্গন ঘৃণার বার্তা প্রচারের জন্য ব্যবহৃত না হয়।”

ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর ব্যান্ডটির কোচেল্লা পারফরম্যান্স নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়। সেখানে তারা “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেয়, গাজার যুদ্ধ অভিযানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই যুদ্ধে এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিএনএন ব্যান্ডটির ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য।

জো কক্সের স্বামী ব্রেনডান কক্স স্কাই নিউজকে বলেন, ব্যান্ডটির ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। “ভিডিও দেখে এটা স্পষ্ট যে এটা কোনো কৌতুক ছিল না, কোনো প্রসঙ্গবহির্ভূত কাটা অংশও নয়; এটি সরাসরি এমপিদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি,” বলেন তিনি। কক্স বলেন, ব্যান্ডটি “অত্যন্ত বিকৃতভাবে সীমা অতিক্রম করেছে” এবং গাজা বা নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে যারা একমত হতে পারে, তাদের সমর্থনও হারিয়েছে।

তারা এক্স-এ (সাবেক টুইটার) জানায়, এবার তারা জার্মানির হ্যারিকেন ও সাউথসাইড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে না। পরিবর্তে বার্লিন, হামবুর্গ ও কোলনে তিনটি কনসার্টের ঘোষণা দিলেও সেগুলোও বাতিল হয়েছে। ইংল্যান্ডের কর্নওয়ালের ইডেন প্রজেক্টে আরেকটি কনসার্টও বাতিল হয়েছে।

কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি বাডেনোক আইটিভি নিউজকে বলেন, ব্যান্ডটির বিরুদ্ধে সহিংসতার উস্কানির অভিযোগে মামলা হওয়া উচিত। “এমন কথাবার্তার জন্য অনেকেই জেলে আছে, যা ‘ক্নিপক্যাপ’ বলেছে তার চেয়েও কম মাত্রার,” মন্তব্য করেন তিনি।

তবে অনেক শিল্পী ব্যান্ডটির পক্ষেও অবস্থান নিয়েছেন। তারা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে ব্যান্ডটিকে “স্পষ্টভাবে দমন ও বিতাড়নের চেষ্টার” শিকার বলা হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, “গণতন্ত্রে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল সিদ্ধান্ত নিতে পারে না, কে কোন মিউজিক ফেস্টিভ্যালে গান গাইতে পারবে বা পারবে না।” চিঠিতে স্বাক্ষরকারী শিল্পীদের মধ্যে রয়েছেন পল ওয়েলার, পাল্প ও ম্যাসিভ অ্যাটাকের সদস্যরা। ব্যান্ডটি এক্স-এ লিখেছে, “ক্নিপক্যাপ হলো না আসল গল্প। গাজা হলো আসল গল্প। গণহত্যাই হলো গল্প।”

ব্যান্ডের ম্যানেজার ড্যানিয়েল ল্যামবার্ট আইরিশ সম্প্রচার সংস্থা আরটিই-কে বলেছেন, “এই বিতর্কের আসল বিষয় ‘ক্নিপক্যাপ’ নয়… এটা পরবর্তী তরুণ ব্যান্ডকে বার্তা দেওয়ার চেষ্টা যে, ‘তুমি ফিলিস্তিন নিয়ে কথা বলতে পারবে না।’

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার