
ছবি: সংগৃহীত
বাংলাদেশ এলডিপি’র মুখপাত্র ও ১২ দলীয় জোটের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ৫ আগস্টের পর থেকে যেভাবে দেশে গণহারে মামলা দায়ের করা হচ্ছে, তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “মামলা তো বিচার বিশ্লেষণ করে করতে হয়। এখন পুলিশ যেন মামলা করার জন্য নিজে থেকেই আগ্রহ দেখাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।”
তিনি আরও অভিযোগ করেন, “যেখানে ৫০০-র কম হত্যাকাণ্ড ঘটেছে বলে বলা হচ্ছে, বাস্তবে তা ১৫০০ থেকে ১৮০০-র কাছাকাছি। অথচ হত্যা মামলার সংখ্যা খুবই কম। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার আসামি হওয়া উচিত ছিল।”
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, “পুলিশ যদি সত্যিকারের তদন্ত করত, তাহলে দেখা যেত শত শত আওয়ামী লীগ নেতা-কর্মী অস্ত্র হাতে মাঠে ছিল। তারা সবাই যে এখন পালিয়ে গেছে এমন না। কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
শাহাদাত সেলিম মনে করেন, বর্তমানে দেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মামলা বাণিজ্যই মামলার সংখ্যাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলেছে। তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সক্রিয় হোন, সুনির্দিষ্টভাবে মামলা করুন। অপরাধীর পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনুন।
আসিফ