ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ

আ’লীগ ধোঁকা দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:০৫, ২ মে ২০২৫

আ’লীগ ধোঁকা দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, সারা দেশের মানুষের ন্যায় আমরাও অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছি। আমরা ভোট দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আওয়ামী লীগ ধোঁকা দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে। পরিণতি ভালো হয়নি। তারা বলেছে, গণতন্ত্র পরে, উন্নয়ন আগে। এটি ছিল শেখ হাসিনার চরম ধোঁকাবাজি।

হবিগঞ্জে জেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের পৌরসভা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি এম. ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম বজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সামছু মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ।

জিকে গউছ বলেন, সংস্কার আগে, না ভোট আগে সে বিতর্কে আমরা যেতে চাইনা। সংস্কারের পক্ষে একমাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ২ বছর পূর্বেই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের নেতা তারেক রহমান জাতির সামনে ৩১ দফা দিয়েছেন। বিএনপি সংস্কার চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না।

তিনি বলেন, যারা আওয়ামী লীগের প্রশাসনে ১৬ বছর বিএনপিসহ ভিন্নমত পোষণকারীদের রক্ত শোষণ করেছেন তাদের প্ররোচনায় নির্বাচন বিলম্বিত হোক এটি বাংলাদেশের মানুষ কোনোভাবে মানবে না। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা মানুষের মন জয় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার