
ছবিঃ সংগৃহীত
মে দিবসের নীলফামারীর সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত দুটি শ্রমিক সংগঠনের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি শ্রমিক ভাইদের গান শুনিয়ে মাতিয়ে রেখেছিলেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন।
মে দিবসের (০১ মে) সকালে জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আয়োজনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে এবং বিকালে কিশোরীগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সকল সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের মর্যাদার আসনে বসিয়েছিলেন। শহীদ জিয়ার ১৯ দফায় শ্রমিকদের কথা বলা হয়েছে। শ্রমিকদের নিয়ে কাজ করেছেন শহীদ জিয়া। কাস্তে কোদাল হাতে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।
বেবী নাজনীণ আরও বলেন, বিদেশ থেকে আমাদের দেশে যেসব রেমিটেন্স আসে তা শ্রমিক ভাইদের কারণে। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিগত ১৭ বছরে শ্রমিকদের কন্ঠরোধ করে রেখেছিল উল্লেখ করে বলেন, তাদের শ্রমের কোন মূল্য দেয়নি তারা। আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আওয়ামী লীগ ১৭ বছর বিএনপি সহ কৃষক, শ্রমিক জনতার ওপর যে অন্যায়-অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে সেসবের বিচার একদিন বাংলার মাটিটে করা হবে।
তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানের সুচিন্তিত মতামত ও তাঁর নেতৃত্ব দান এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এজন্য তিনি দক্ষিণ এশিয়ার জনপ্রিয় লিডারের পরিচিতি পাচ্ছেন। এটা আমাদের দেশ ও দলের জন্য সত্যিই গর্বের। শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় সেজন্য তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফায় বিস্তারিত দেওয়া আছে। এসব ৩১ দফা বাস্তবায়ন হলেই আগামীর বাংলাদেশ হবে উন্নয়ন আর অগ্রগতির।
পাশপাশি, বেবী নাজনীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোন অন্যায়-অপকর্ম সহ্য করবেন না। আমরা আমাদের দলকে কলঙ্কিত হতে দিবো না। যারা অনিয়মের সাথে জড়িত থাকবেন তাদের ছাড় দেয়া হবে না। তিনি শহীদ জিয়ার আদর্শে ঈমান ও সততার সাথে বিএনপির রাজনীতি করার আহ্বান জানান।
সৈয়দপুরে সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সৈয়দপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক। আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্য আব্দুল গফুর সরকার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি,বিএনপি নেতা ও সাবেক এমপি শওকত চৌধুরী প্রমুখ।
কিশোরীগঞ্জ উপজেলার শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সেখানকার ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতিত্বে নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম,এ, লিটন পারভেজ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী, কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম লাল ও সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শিপু প্রমুখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ (সৈয়দপুর –কিশোরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসাবে বেবী নাজনীন মনোনয়ন পাবেন বলে নেতাকর্মীরা মনে করছেন।
ইমরান