ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ০২:১৪, ২ মে ২০২৫; আপডেট: ০২:১৪, ২ মে ২০২৫

যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

ছবিঃ সংগৃহীত

২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুমা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।”

বৃহস্পতিবার (১ মে) তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিত, রেজিস্ট্রেশন বাতিল এবং বিচারিক প্রক্রিয়া চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করব। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ আমরা লিফলেট বিতরণ করছি।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আওয়ামী লীগ শুধু গণহত্যায় নয়, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, তারপর হচ্ছে বিচারব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত হত্যা—জুডিশিয়ারি কিলিং।আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও মোদি-বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের আগ্রাসনের পথ উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। সর্বশেষ তিনটি নির্বাচনে—আমি ভার্সেস ডামি, মিডনাইট নির্বাচন এবং আনকনটেস্টেড নির্বাচনের মাধ্যমে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে এবং জুলাইয়ের গণবিস্ফোরণে ইচ্ছাকৃতভাবে ছাত্র ও সাধারণ জনতার ওপর যেভাবে হত্যা চালানো হয়েছে—এসবের প্রেক্ষিতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়।”

তিনি বলেন, “আওয়ামী লীগ এখন নাৎসি পার্টির মতো আচরণ করছে। একটা কথা মনে রাখতে হবে—আওয়ামী লীগের স্বাভাবিক কোনো পতন হয়নি, তারা কোনো নির্বাচনে পরাজিত হয়নি, বরং গণবিস্ফোরণের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। যে রাজনৈতিক দল পালিয়ে গেছে, সে দল আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারে না। সেই জায়গা থেকে আমরা বলছি—আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, দলটির রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

তিনি জানান, এসব দাবির ভিত্তিতেই আগামী ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুমা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, যার অংশ হিসেবে আজ তারা লিফলেট বিতরণ করেছেন।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1333283337744753&rdid=WGZigaEAFl30vHp8

ইমরান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার