
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে—কেন্দ্রভিত্তিক নয়, বরং বিকেন্দ্রীকৃত শাসনের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার।
সম্প্রতি রংপুরে একক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তাঁর মতে, রংপুর বা উত্তরবঙ্গের মানুষ নিজেরাই নির্ধারণ করবেন তাঁদের প্রতিনিধিত্ব, উন্নয়ন ও প্রশাসনের রূপরেখা। স্থানীয় সরকার হবে শক্তিশালী এবং জনগণের জীবিকা, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মূল দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ঢাকা কেন্দ্রিক অল্প কয়েকজন সব শাসন করবে, সম্পদ লুটপাট করবে—এটা আর চলতে দেওয়া যায় না।
তিনি দাবি করেন, উত্তরবঙ্গ থেকে যে সম্পদ যাবে, তা উত্তরবঙ্গেই ফিরে আসতে হবে। বনানী-গুলশান বা বিদেশের বেগমপাড়ায় যেন সেই সম্পদ না পৌঁছায়, সেটা নিশ্চিত করতে হবে।
নতুন রাষ্ট্রচিন্তার ভিত্তি হিসেবে তিনি জোর দেন জবাবদিহির কাঠামোর উপর। রাষ্ট্র ও সরকারকে জবাবদিহির মধ্যে আনতে হবে। এর জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ক্ষমতা থাকতে হবে জনগণের হাতে বলেন ফরহাদ মজহার।
এসএফ