ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গণহত্যাকারী আ.লীগকে নিষিদ্ধ ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২৩:১৫, ১ মে ২০২৫; আপডেট: ২৩:১৫, ১ মে ২০২৫

গণহত্যাকারী আ.লীগকে নিষিদ্ধ ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি: নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি নিয়ে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে রাজপথে নামছে এনসিপি।

এছাড়াও তিনি তার পোস্টে আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

বৃহস্পতিবার (১ মে) নাহিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় এ কথা জানান।

তিনি তার ভিডিও বার্তায় বলেন.

"প্রিয় দেশবাসী ও বিপ্লবী ছাত্র জনতা,

আপনারা জানেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের মাটি থেকে 'মুজিববাদ' নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছিল, কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন অতিবাহিত হওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে তাদের লোকেরা এখনো বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পাচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা তাদের বিচারের কার্যক্রম দৃশ্যমান করার।

আমরা ৫ই আগস্টের পর থেকেই বলে আসছি যে, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না। এবং এ ব্যাপারে অবশ্যই আইনি পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে এবং দেশের একাধিক গণহত্যার সাথে দলটি সরাসরি জড়িত।

আমরা জানি, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের শাপলা চত্বর হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এছাড়াও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ক্রসফায়ারের শিকার হতে হয়েছে।

এই সব ঘটনার বিচারের জন্যই গণ-অভ্যুত্থান হয়েছিল। আমরা আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।

ফলে, আমরা আবারও রাজপথে নামছি। আবারও বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের যত অঙ্গসংগঠন আছে, সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। ইতোমধ্যেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনগুলোকেও নিষিদ্ধ করতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইনি ব্যবস্থা নিতে হবে।

এই উদ্দেশ্যেই আগামীকাল ২ মে, বাদ জুমা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

আপনারা সবাই দলে দলে সেই বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার, ফ্যাসিজমকে বাংলার মাটিতে আর কখনোই জায়গা না দেওয়ার, এবং আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সকল গণহত্যার বিচার নিশ্চিত করার—সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আমাদের এই আহ্বান।

এটি আমাদের জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি, আমাদের শহীদ ভাইদের প্রতি দেওয়া অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি রক্ষায় আগামীকাল দেখা হবে বিক্ষোভ সমাবেশে।

ইনকিলাব জিন্দাবাদ।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=701164022407921&rdid=qw4b4aPWFZWyNu4R

ইমরান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার