
ছবি: সংগৃহীত
অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে এই অভিযান শুরু হয়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপের খবর পাই। এরপর রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়য়া যায়।
তিনি আরও বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান রয়েছে এবং অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
শহীদ