
বলিউড ও ক্রিকেট—দুটি আলাদা দুনিয়া হলেও, এই দুই জগতের অন্যতম সেরা জুটি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ব্যক্তিগত জীবনে তাঁদের বোঝাপড়া, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা বহু মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার অভিনেত্রী অনুষ্কা শর্মা ৩৭ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে স্ত্রীর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা শেয়ার করলেন বিরাট।
ইনস্টাগ্রামে অনুষ্কার সঙ্গে একটি মুহূর্তের ছবি পোস্ট করে বিরাট লেখেন, “তুমি আমার প্রিয় বন্ধু, আমার জীবনসঙ্গিনী, আমার আশ্রয়। তুমি আমার সব কিছু। তুমি আমার জীবনের পথ দেখানো তারা। প্রতিটি দিন তোমাকে ভালোবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।”
বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে সরে আসেন অনুষ্কা। একাধিকবার তিনি জানিয়েছেন, সংসার এবং সন্তানদের নিয়েই তাঁর বর্তমান জীবনযাপন। বর্তমানে বিরাট-অনুষ্কা লন্ডনে তাঁদের ‘দ্বিতীয় সংসার’ গড়ে তুলেছেন। তাঁদের বিশ্বাস, সন্তানদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য এই সিদ্ধান্ত সঠিক।
তাঁদের সম্পর্কের প্রতি মানুষের আগ্রহ থাকলেও, অযাচিত কৌতূহল থেকে দূরে থাকেন বিরাট ও অনুষ্কা। উৎসব বা পেশাগত কারণে তাঁরা দেশে ফিরলেও, অধিকাংশ সময়ই কাটে ব্যক্তিগত পরিসরে, পরস্পরের সান্নিধ্যে।
এই দম্পতির নিঃশব্দ, সংবেদনশীল সম্পর্ক আরও একবার প্রমাণ করল—প্রেম শুধু দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য।
রাজু