
বলিউড তারকা আর মাধবনের মতে, রোমান্টিক চরিত্র মানেই এখনো শাহরুখ খান—এই বিষয়ে বলিউডে তাঁর কোনো তুলনা নেই। তবে এই কিংবদন্তি রোমান্সের রাজাকে ঘিরে এক ধরনের শূন্যতার কথাও তুলে ধরেছেন মাধবন। তাঁর মতে, বয়সের সীমা জয় করে শাহরুখ এখনো চমৎকারভাবে পর্দায় প্রেমে মুগ্ধ করেন, কিন্তু সেই প্রেমের গল্পগুলো এখন হারিয়ে যাচ্ছে ভারতীয় সিনেমা থেকে।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন বলেন, “শাহরুখ খানের মতো রোমান্স কেউই করতে পারে না।” তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমার উদাহরণ দিয়ে জানান, এই ধরনের চরিত্রে শাহরুখ অনন্য। এখনো দর্শক তাঁর সিনেমায় ভালোবাসা খুঁজে ফেরে। সেটিই তাঁর সবচেয়ে বড় ট্রেডমার্ক।
কিন্তু এমন পরিণত প্রেমের গল্প এখন আর তৈরি হচ্ছে না কেন—সে প্রসঙ্গে আক্ষেপ করে মাধবন বলেন, “এই বয়সে প্রেমের গল্প বলতে গেলে সেই বয়সের মানানসই নায়িকাও দরকার। আর শাহরুখের জন্য এখন পারফেক্ট নায়িকা পাওয়া কঠিন।”
ওটিটি যুগে এসে ভারতীয় রোমান্টিক সিনেমার দুর্দশার কথাও বলেন এই অভিনেতা। তাঁর ভাষায়, “আমি আজ পর্যন্ত কোনো ভারতীয় রোমান্টিক ছবি দেখিনি যা স্ট্রিমিং প্ল্যাটফর্মে সফল হয়েছে। কোরিয়ান ড্রামা চলে, কিন্তু আমাদের দেশে বয়স উপযোগী প্রেমের গল্প তৈরি হচ্ছে না।”
মাধবনের মতে, পরিণত প্রেমের গল্পে যে গভীরতা, অভিজ্ঞতা ও আবেগ থাকে, তা আজকের প্রজন্মের মধ্যে অনুপস্থিত। তিনি বলেন, “আমাদের প্রজন্ম জানে সম্পর্কের মূল্য কতটা। আমরা অনেক কিছু পার করে এসেছি। ভালোবাসাকে গভীরভাবে বুঝি। কিন্তু এখন সব কিছু শর্টকাটে হচ্ছে, ভালোবাসাও যেন কেবল চাওয়া-পাওয়ার হিসেবেই সীমাবদ্ধ।”
রোমান্সের ভাষা বদলালেও মাধবনের চোখে শাহরুখ এখনো চিরন্তন প্রেমিক—যার জায়গা, এখনো কেউ নিতে পারেননি।
রাজু