ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিয়ের তিন মাসেই স্ত্রীর নতুন প্রেম, স্বামী গেল পুলিশের কাছে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:২৯, ২ মে ২০২৫

বিয়ের তিন মাসেই স্ত্রীর নতুন প্রেম, স্বামী গেল পুলিশের কাছে

ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের মীরাটে এক অদ্ভুত দাম্পত্য বিরোধে চাঞ্চল্য ছড়িয়েছে। এক ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী শুধুমাত্র তাঁর দাড়ি না কাটার কারণে তাঁকে ছেড়ে তাঁর ‘পরিষ্কার-চেহারার’ ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন। তবে স্ত্রী এই দাবি নাকচ করে বলেন, স্বামীর যৌন অক্ষমতার কারণেই তিনি সংসার ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রায় সাত মাস আগে মোহাম্মদ সাগির ও আরশির বিয়ে হয়। বিয়ের দিন সাগির পরেছিলেন সাদা পাঞ্জাবি-পায়জামা, আর আরশি পরেছিলেন সবুজ স্যুট ও সোনার গয়না। বিশেষ দিনটি উপলক্ষে সাগির তাঁর চকচকে কালো দাড়িও পরিপাটি করে সাজিয়েছিলেন।

কিন্তু বিয়ের পরপরই শুরু হয় মতবিরোধ। আরশি তাঁর স্বামীর দাড়ি নিয়ে আপত্তি তোলেন এবং তা কাটতে বলেন। কিন্তু সাগির দাড়িকে ভালোবাসতেন, এবং কাটতে রাজি হননি। ছোটখাটো বিষয় থেকে নিয়মিত ঝগড়া শুরু হয়।

এই সময়েই আরশি দুর্বল হয়ে পড়েন সাগিরের ছোট ভাই সাবিরের প্রতি, যাঁর মুখ ছিল দাড়িহীন ও পরিষ্কার। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ফেব্রুয়ারিতে, অভিযোগ অনুযায়ী, আরশি সাবিরের সঙ্গে পালিয়ে যান।

সাগির এরপর স্ত্রীর খোঁজ করতে শুরু করেন। কিন্তু তিন মাস পার হয়ে যাওয়ার পরও স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে তিনি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন।

সাগির বলেন, "আরশি আমার দাড়ি নিয়ে সবসময় অভিযোগ করত। সে নাকি পারিবারিক চাপে আমাকে বিয়ে করেছিল। এখন সে আমার ছোট ভাইয়ের সঙ্গে পালিয়েছে। তাদের কথোপকথনের একটি রেকর্ডিং আমার কাছে আছে, যেখানে সে বলছে—আমার খাবারে বিষ মেশাতে চায়, বা কোনো খুনির সাহায্যে আমাকে হত্যা করতে চায়, যেন তারা বিয়ে করতে পারে।"

বুধবার, আরশি তাঁর প্রেমিক সাবিরকে নিয়ে বাবার বাড়িতে ফেরেন এবং জানান, তিনি আর সাগিরের সঙ্গে থাকতে চান না। বরং, সাবিরকেই বিয়ে করতে চান।

আরশি বলেন, “আমার স্বামীর যৌন ক্ষমতা নেই, এটাই মূল কারণ। দাড়ির সঙ্গে কোনো সমস্যা ছিল না।” এই ঘটনার প্রেক্ষিতে মর্মাহত সাগির পুলিশের সামনেই আরশিকে তালাক দেন। পাল্টা প্রতিক্রিয়ায় আরশি জানান, বিয়েতে আনা ৫ লক্ষ টাকার পণ ফেরত না দিলে তিনি তালাক দেবেন না।

তিনি বলেন, "সে যদি অন্তত ২.৫ লক্ষ টাকা দেয়, তাহলে আমি তাকে ছেড়ে দেবরের সঙ্গে থাকব। না হলে আমি তালাক চাই না, আমি আমার দেবরের সঙ্গেই থাকতে চাই।"

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার