ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মে মাসে দেখার মতো সেরা ১০টি টিভি শো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ২ মে ২০২৫

মে মাসে দেখার মতো সেরা ১০টি টিভি শো

ছবি: সংগৃহীত

টিনা ফে-র নতুন সম্পর্কভিত্তিক কমেডি থেকে শুরু করে Lost-এর নির্মাতার অ্যাকশন ড্রামা এবং Sex and the City-এর সিক্যুয়েলের তৃতীয় সিজনে সারা জেসিকা পার্কারদের প্রত্যাবর্তন, এই মে মাসে টিভিতে দেখার মতো রয়েছে দারুণ কিছু।

দ্য ফোর সিজনস: টিনা ফে অভিনীত এবং সহ-নির্মিত এই কমেডি সিরিজটি তিনটি দম্পতিকে ঘিরে, যারা বহুদিন ধরে বন্ধু এবং বছরে চারবার একসঙ্গে ঘুরতে যায়, প্রতিটি ঋতুতে। ১৯৮১ সালের একই নামের চলচ্চিত্র অবলম্বনে তৈরি এই সিরিজে, একটি দম্পতির বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে সবার সম্পর্ক নড়বড়ে হয়ে ওঠে। এখানে ফে ও উইল ফোর্টে একটি দম্পতি হিসেবে, আর কোলম্যান ডোমিংগো ও মার্কো কালভানি সমলিঙ্গের দম্পতি হিসেবে অভিনয় করছেন—এটাই মূলত ৮১ সালের গল্পে আধুনিক সংযোজন।

স্টিভ ক্যারেল এখানে এমন একজন পুরুষের চরিত্রে, যে স্ত্রী (কেরি কেনি-সিলভার)-কে ছেড়ে এক তরুণী (এরিকা হেনিংসেন)-র সঙ্গে সম্পর্ক গড়ছে—গল্পের চিরন্তন একটি দিক। ফে একে “দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতি ভালোবাসার চিঠি—হোক তা বন্ধুত্বপূর্ণ বা রোমান্টিক” বলে উল্লেখ করেছেন। তাঁর আশা, দর্শক যেন নিজেদের একটি বড়ো সোয়েটারের ভেতরে এবং ডিনার পার্টির মাঝে অনুভব করেন।

পোকার ফেস: নাতাশা লিয়ন ও Knives Out-খ্যাত রিয়ান জনসনের তৈরি, জনপ্রিয় টিভি শো Columbo ও ৭০-এর দশকের টেলিভিশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই শো দ্বিতীয় সিজনে ফিরছে। লিয়ন অভিনয় করছেন চার্লি কেইল চরিত্রে, যার এক অদ্ভুত ক্ষমতা আছে—সে খুনের ঘটনার মাঝে পড়ে, মিথ্যা ও সত্য আলাদা করে এবং প্রতিটি পর্বেই রহস্যের সমাধান করে। এবার সে পালিয়ে বেড়াচ্ছে আরেক গ্যাংস্টার থেকে। প্রতিটি পর্বে নতুন নতুন চরিত্র ও তারকা—এইবার থাকছেন সিনথিয়া এরিভো, আওকাওয়াফিনা, গিয়ানকারলো এসপোসিটো, কুমেইল নাঞ্জিয়ানি, জন মুলানি, কেটি হোমসসহ আরও অনেকে। গল্পের ভেতরে funeral home, baseball খেলা আর alligator farm-এ নানা জটিলতা।

ফরএভার: জুডি ব্লুমের ১৯৭৫ সালের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি আধুনিক রূপে ২০১৮ সালের লস অ্যাঞ্জেলসে বসানো হয়েছে। কৃষ্ণাঙ্গ শিল্পীদের আধিক্যে নির্মিত এই গল্পে দেখা যাবে, হাই স্কুলের দুই শিক্ষার্থী কিশা (লোভি সাইমোন) ও জাস্টিন (মাইকেল কুপার জুনিয়র) ছোটবেলার বন্ধু ছিল, আবার এক পার্টিতে দেখা হয়ে প্রেমে পড়ে যায়। তাদের সম্পর্ক ও যৌন অভিজ্ঞতা ঘিরে যে বাস্তব প্রশ্নগুলি আসে—সেগুলো নিয়ে ব্লুমের উপন্যাস বহুবার নিষিদ্ধ হয়েছে। তবে এই সিরিজে মারা ব্রক আকিল সেই পুরনো প্রেমের থিমটিকে নতুন প্রেক্ষাপটে তুলে ধরেছেন। তিনি বলেছেন, “লস অ্যাঞ্জেলসই সবচেয়ে ভালো উপমা এই প্রেমের কাহিনির জন্য—স্বপ্নের পেছনে ছোটা আর প্রেম একে অপরের সঙ্গে জড়িত।

ডাস্টার: ৭০-এর দশকের অ্যাকশন-রেট্রো ফিল-এ তৈরি এই সিরিজের পটভূমি ১৯৭২ সালের দক্ষিণ-পশ্চিম আমেরিকা। জে.জে. আব্রামস ও লাটোয়া মরগান লিখেছেন প্রথম দুই পর্ব। Lost-খ্যাত জোশ হোলোওয়ে এক ক্রাইম সিন্ডিকেটের জন্য কাজ করা চালক হিসেবে অভিনয় করছেন। র‍্যাচেল হিলসন এখানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী এফবিআই এজেন্ট, যিনি তার পেছনে লেগে থাকেন। সিন্ডিকেট বস হিসেবে আছেন কিথ ডেভিড। এই সিরিজে রয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া, চাকায় উল্টে যাওয়া গাড়ি ও ধুলাবালি। আব্রামস জানিয়েছেন, “মরুভূমির মাঝে একটা ফোন বুথ, সেখানে এক গাড়ি এসে থামে এবং একজন ফোন করে জানতে চায়—তাকে কোথায় যেতে হবে—এই দৃশ্য থেকেই পুরো গল্পের শুরু।”

মার্ডারবট: বিজ্ঞান কল্পকাহিনিতে ভরা টিভি জগতে এই সিরিজটি আলাদা—এখানে রোবটের ভেতর রয়েছে ব্যঙ্গাত্মক রসবোধ এবং অভিনয় করছেন আলেকজান্ডার স্কারসগার্ড। সে নিজেই নিজের সিস্টেম হ্যাক করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে সে বলে—“আমি নিরাপত্তা ইউনিট, মানুষের নিরাপত্তায় নিয়োজিত… আর মানুষ তো বোকা।” ক্রিস ও পল উইটজ এই সিরিজটি তৈরি করেছেন মার্থা ওয়েলসের বই The Murderbot Diaries অবলম্বনে। এখানে Blade Runner ও Black Mirror-এর প্রভাব স্পষ্ট। যদিও সে নিজেকে মার্ডারবট বলে, তার আসলে হত্যায় তেমন আগ্রহ নেই; বরং সে সময় কাটাতে চায় নিজের প্রিয় শো The Rise and Fall of Sanctuary Moon দেখে, যার চরিত্রে আছেন জন চো ও জ্যাক ম্যাকব্রেয়ার। নতুন গ্রহে গিয়ে তার সামাজিক অদক্ষতা তাকে এমন সমস্যায় ফেলে, যা একেবারেই মানবিক।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার