ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

প্রকাশিত: ২৩:০৬, ১ মে ২০২৫; আপডেট: ২৩:০৭, ১ মে ২০২৫

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

সম্প্রতি ডয়চে ভেলে বাংলা (DW বাংলা) একটি প্রতিবেদনে আমাদের যৌক্তিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনকে 'মব-সহিংসতা' হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, কিছুদিন আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর এক সংবাদ সম্মেলনে তিনজন সাংবাদিক এমন প্রশ্ন তোলেন, যা সরাসরি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই গণহত্যা-র বিপক্ষে অবস্থান করে। তারা জনগণের উপর পরিচালিত হত্যাকাণ্ডের মূল হোতা ও নির্দেশদাতা শেখ হাসিনাকে ডিফেন্ড করে প্রশ্ন করেন এবং ‘খুনী হাসিনা’ বলা নিয়ে আপত্তি তোলেন। এটি ছিল একটি জঘন্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা, যা শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল।

এর প্রতিবাদে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ঐ তিন সাংবাদিকের বরখাস্ত দাবি করে এবং সাড়া না পেলে মার্চ টু চ্যানেল আই, দীপ্ত টিভি এবং এটিএন বাংলা কর্মসূচি ঘোষণা করে। উক্ত পদযাত্রা ছিল শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং নাগরিক অধিকার সংবলিত একটি কর্মসূচি। পরবর্তীতে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষ সাংবাদিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ, প্রতিবাদ ও শান্তিপূর্ণ পদযাত্রা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংসতা বা ‘মব অ্যাকশন’ হিসেবে আখ্যায়িত করা সরাসরি সেই অধিকার ক্ষুণ্ন করার শামিল। DW বাংলা-এর এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ন্যূনতম নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে। এটি স্পষ্ট প্রোপাগান্ডা ও অপপ্রচারের অংশ।    

ডয়চে ভেলে বাংলা-র মতো আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা আশা করি। কিন্তু তারা যে ধরনের মনগড়া তথ্য উপস্থাপন করেছে এবং একটি গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে, তা অনভিপ্রেত, নিন্দনীয় ও সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী।

আমরা এই প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ডয়চে ভেলে বাংলা কর্তৃপক্ষের কাছে সংশোধনী, দুঃখপ্রকাশ ও দায়িত্বশীল ব্যাখ্যার দাবি জানাচ্ছি।  

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার