
ছবি: সংগৃহীত
দেশের ছয়টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৬ মে) রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দিনগুলোতে (৭ থেকে ৯ মে পর্যন্ত) বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এলেও দেশের কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, এই সময়ের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ধরনের আবহাওয়া কৃষিকাজ, পর্যটন এবং জনস্বাস্থ্যের ওপর সাময়িক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বজ্রপাতের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
এসএফ