
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন প্রক্রিয়া এবং কর্মসংস্থান আরও সহজতর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শনিবার (৪ মে) গাজীপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “কিছুক্ষণ আগেই ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রয়েছেন এবং সম্ভবত আগামীকাল পর্যন্ত বাংলাদেশে থাকবেন।”
বাংলাদেশিদের ইতালিতে কাজের সুযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সৌদি আরবের পরে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি কাজ করেন ইতালিতে। ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশি কর্মীদের নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। কারণ আমাদের কর্মীরা পরিশ্রমী এবং ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
তিনি আরও বলেন, “ইতালির সরকার বাংলাদেশের আরও বেশি কর্মী নিতে আগ্রহী। তবে তারা চাইছেন, এসব কর্মী যেন সঠিক ও বৈধ উপায়ে, যথাযথ ভিসা নিয়ে ইতালিতে যান। অতীতে অনেকেই অন্য দেশের ভিসা নিয়ে পরে ইতালিতে প্রবেশের চেষ্টা করেছেন, যা ভবিষ্যতে যেন না ঘটে।”
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা বৈঠকে লিগাল মাইগ্রেশন প্রক্রিয়া সহজতর করা এবং বাংলাদেশের দক্ষ জনশক্তিকে বৈধ পথে ইতালিতে পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়েছি। আশা করছি, ভবিষ্যতে ইতালির শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=KbL8WotOCRs
আবীর