ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পেহেলগাম হামলা নিয়ে মোদি সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছে, বলছে ফরাসি গণমাধ্যম

প্রকাশিত: ১৫:২১, ৫ মে ২০২৫; আপডেট: ১৫:২১, ৫ মে ২০২৫

পেহেলগাম হামলা নিয়ে মোদি সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছে, বলছে ফরাসি গণমাধ্যম

ছবি: সংগৃহীত

ফরাসি গণমাধ্যমে দাবি করা হয়েছে, পেহেলগাম হামলা নিয়ে মোদি সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঘটনাটির সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের হামলার সঙ্গে জড়িয়ে উপস্থাপন করা হয়েছে।

ফরাসি রিপোর্ট অনুযায়ী, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি পেহেলগামের ঘটনার সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। এই ক্লিপগুলোতে যাদের দেখা গেছে, তারা কেউই আসল হামলাকারী বা ভিকটিম ছিলেন না।

আরও জানানো হয়, পুরনো এক দম্পতির ভিডিওকে ভুলভাবে নিহত পর্যটকদের পরিচয়ে প্রচার করা হয়েছে। এমনকি ভারতের কিছু টেলিভিশন চ্যানেলও এই ভুয়া কনটেন্ট সম্প্রচার করেছে, যার ফলে বিভ্রান্তি আরও ছড়িয়েছে।

পরবর্তীতে যাদের ভিডিওতে দেখা গেছে, তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে এসে ওই দাবিগুলো অস্বীকার করেছেন। বিশ্লেষকদের মতে, বিশ্বাসযোগ্য কোনও সূত্র না থাকায় স্পষ্ট বোঝা যায় এই উপস্থাপনাগুলো ভুয়া এবং ভারতীয় রাষ্ট্রীয় প্রচারণা দ্বারা প্রভাবিত।

 

সূত্র: https://dailytimes.com.pk/1295897/french-media-exposes-modi-governments-fake-claims-on-pahalgam-attack/

আবীর

×