ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

‘মুসা হইতে না পারলে ফিরআউন দ্বারা শাসিত হইতে হবে’- ব্যারিস্টার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

প্রকাশিত: ০১:০০, ৬ মে ২০২৫; আপডেট: ০১:০১, ৬ মে ২০২৫

‘মুসা হইতে না পারলে ফিরআউন দ্বারা শাসিত হইতে হবে’- ব্যারিস্টার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ছবিঃ সংগৃহীত

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, সম্প্রতি আলমডাঙায় এক মতবিনিময় সভায় চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের মুখ বদলালেও চাঁদাবাজির সংস্কৃতি অপরিবর্তিত রয়ে গেছে। তার মতে, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট দলের সমস্যা নয়; এটি একটি প্রাতিষ্ঠানিক সমস্যা, যা রাজনৈতিক ছত্র ছায়ায় পরিচালিত হচ্ছে।

তিনি এই সভায় চাঁদাবাজি বন্ধে কিছু প্রস্তাবনা দিয়েছেন, যেমন: টেম্পু, ট্রাক ও বাসস্ট্যান্ডগুলোকে কর্পোরেট মডেলে রূপান্তর করা, যাতে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা সম্ভব হয়। হকার ও স্ট্রিট ভেন্ডরদের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্ট্রিট মার্কেট স্থাপন, যেখানে নির্দিষ্ট জায়গা ও ভাড়ার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হবে। কৃষি পণ্যের উৎপাদন ও বিপণন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা, যাতে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে। এছাড়া, তিনি পুলিশের বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন, যাতে তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত না হয়। তিনি জোর দিয়ে বলেছেন, চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশে ঠাঁই পাবে না।

তবে, ব্যারিস্টার ফুয়াদের কিছু বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। তিনি সেনাবাহিনী ও রেলওয়ের কর্মকর্তাদের নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে সমালোচিত হয়েছে। এছাড়া, তার ব্যারিস্টারি ডিগ্রি সম্পর্কেও প্রশ্ন উঠেছে, যদিও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘ যদি এভাবেই থাকেন, লড়াই না করতে পারেন, আপনার প্রজন্ম খেলার মাঠ পায় নাই। এরপরের প্রজন্ম নদী দেখবে না। আলমডাঙার মানুষ যদি মুসা হইতে না পারেন, তাহলে ফিরআউন দ্বারা শাসিত হইতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারাই বারবার ভুল মানুষকে বেছে নেন, যার কারণে একেক সময় একেকজন এসে একেকভাবে দেশ পরিচালনা করে।’ গত জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা লড়াই করবেন কি না। বিশ্বাস করেন, লড়াই ছাড়া চব্বিশ হয় না।’

সূত্রঃ https://www.facebook.com/share/v/12Kpqso586Z/

 

 

আরশি

×