ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পাক-ভারত উত্তেজনার মাঝেই কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ১৬:০৩, ৫ মে ২০২৫

পাক-ভারত উত্তেজনার মাঝেই কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে তিন সেনাসদস্য নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর বরাতে জানা গেছে, নিহত সেনাদের নাম অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।

প্রকাশিত দৃশ্যপটে দেখা যায়, দুর্ঘটনার পর ৭০০ ফুট গভীর খাদে ছিটকে পড়া গাড়িটির দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ, সেনাদের মরদেহ, তাঁদের জিনিসপত্র ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে, যখন সেনাবাহিনীর একটি কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল এবং গাড়িটি ব্যাটারি চশমা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে। এখনও উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।
 

সূত্র: https://www.ndtv.com/india-news/2-soldiers-killed-as-army-vehicle-falls-into-gorge-in-jammu-and-kashmirs-ramban-8326599

আবীর

×