ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নারী কমিশন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিশ্বাসবিরোধী: কর্নেল (অব.) হক

প্রকাশিত: ০১:১৯, ৬ মে ২০২৫

নারী কমিশন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিশ্বাসবিরোধী: কর্নেল (অব.) হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নারী বিষয়ক প্রকৃত বিশেষজ্ঞদের বাদ দিয়ে এমন সব ব্যক্তিকে নারী কমিশনে রাখা হয়েছে, যারা ইসলামী মূল্যবোধ ও কোরআন-হাদিসের শিক্ষাকে উপেক্ষা করে বলে মন্তব্য করেছেন কর্নেল (অব.) এম এ হক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রাক্তন এই সেনা কর্মকর্তা দাবি করেন, বর্তমান উপদেষ্টা পরিষদ বাম রাজনৈতিক আদর্শে প্রভাবিত এবং এদের মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানদের মূল্যবোধকে অবজ্ঞা করা হচ্ছে। 

তিনি বলেন, এই বামপন্থীরাই অতীতে শেখ মুজিব, বিএনপি এমনকি ইসলামী শক্তিকে দুর্বল করতে ভূমিকা রেখেছিল। আজ তারাই আবার ড. ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে।

তিনি আরও বলেন, নারী-পুরুষের ভূমিকা ও প্রয়োজনীয়তা নিয়ে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নারী কমিশনের প্রয়োজনীয়তা এবং তার গঠনে যেভাবে ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে, তা দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে সাংঘর্ষিক।

টকশোতে কর্নেল (অব.) হক দাবি করেন, দেশের মিডিয়া, প্রশাসন, এমনকি ড. ইউনুসের উপদেষ্টা পরিষদও প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করছে না।

তিনি বলেন, যে নারী কমিশন গঠিত হয়েছে, তা দেশের ৯৩ শতাংশ মুসলমানের বিশ্বাসের পরিপন্থী। এর মাধ্যমে ভালো কাজের পথে বাধা সৃষ্টি হচ্ছে।

এসএফ 

×