ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

‘তারেক রহমান কেন বাংলাদেশে আসে না, এটা কোনো প্রশ্ন না’

প্রকাশিত: ০১:১৯, ৬ মে ২০২৫

‘তারেক রহমান কেন বাংলাদেশে আসে না, এটা কোনো প্রশ্ন না’

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশো অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম' এর সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কথা উল্লেখ করে উপস্থাপক প্রশ্ন করেন, ‘তিনি কেন ফিরছেন না? অথবা খালেদা জিয়াকে কেন তারেক রহমানকে ছাড়া ফিরতে হচ্ছে?’

জবাবে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘তারেক রহমান বিদেশে যে খুব বিলাসবহুল জীবনযাপন করছেন, এমন না। তিনি যে দেশে ফিরছেন না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’

তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না, এটি কোনো প্রশ্ন নয় বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘এটা একটা ন্যারটিভ, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যারা এই প্রশ্নটা করেন, তারা কিন্তু এটার উত্তর খোঁজেন না। কথাটা ভাঙা রেকর্ডের মতো চলতে থাকে যে, তারেক রহমান কেন আসছে না।’

‘তারেক রহমান ২০০৮ সালে বাংলাদেশ থেকে চলে গেছেন। এত বছর ধরে এতদূর থেকে দলটাকে সংগঠিত রেখেছেন, এটাই ওনার ক্যারিশমা। তো তিনিই খুব ভালো জানেন, তিনি কোন সময়ে দেশে ফিরবেন’, যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=y8wX2sshLKg

রাকিব

×