ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

লিটন-সৌম্যদের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৭, ৬ মে ২০২৫

লিটন-সৌম্যদের অনুশীলন শুরু

সোমাবার মিরপুরে ব্যাটিং অনুশীলন করেন সৌম্য সরকার

জিম্বাবুয়ে সিরিজের রেশ না ফুরোতেই শুরু হয়ে গেল টাইগারদের ব্যস্ততা। আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন টি২০ অধিনায়ক লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও মুস্তাফিজুর রহমান থাকলেও প্রথম দিনের অনুশীলনে অবশ্য স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন না।

আগামী ১৭ ও ১৯ মে শারজায় স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু ২৫ মে। প্রায় তিন সপ্তাহের এই সফরে ১৪ মে দেশ ছাড়ার কথা টাইগারদের।
প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের ওয়ানডে সিরিজ দেখতে সিলেটে আছেন। আজই তার ঢাকায় ফেরার কথা। মিরপুরে লিটন, সৌম্যদের ব্যক্তিগত অনুশীলন চলবে আরও দুদিন। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। এদিন সকাল ১১টায়  হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে বোলিং মেশিনে ব্যাটিং করতে দেখা যায় তানজিদ ও সৌম্যকে। তাদের বিভিন্ন পরামর্শ দেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিনের তত্ত্বাবধানেই অনুশীলন করেছেন চার ক্রিকেটার। এছাড়া স্পিন কোচ সোহেল ইসলাম, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিও ছিলেন।  সিলেটে দুই নম্বর মাঠে সোমবার সকালে লম্বা সময় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

মূল মাঠে তখন নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে খেলায় ব্যস্ত টি২০ স্কোয়াডে থাকা পারভেজ হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। বুধবার দ্বিতীয় ম্যাচ খেলেই মিরপুরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তারা। এছাড়া পিএসএল খেলতে নাহিদ রানা ও রিশাদ হোসেন এখন পাকিস্তানে আছেন। ফলে দেশের অনুশীলন ক্যাম্পে তাদের যোগ দেওয়ার সুযোগ নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও দুজনকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

×