ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কাশ্মীরি ড্রাইভারের দাবি, ‘সবই ছিল পরিকল্পিত নাটক’

প্রকাশিত: ০৩:২৫, ৬ মে ২০২৫; আপডেট: ০৩:২৬, ৬ মে ২০২৫

কাশ্মীর হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কাশ্মীরি ড্রাইভারের দাবি, ‘সবই ছিল পরিকল্পিত নাটক’

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন বিশিষ্ট ভারতীয় সাংবাদিক অর্চনা তিওয়ারি। এক অনুসন্ধানী প্রতিবেদনে তিনি নিরাপত্তা সংস্থার দাবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তুলে ধরেছেন।

তিওয়ারির অনুসন্ধানে দেখা গেছে, সরকারি পক্ষ থেকে উপস্থাপিত ঘটনার বিবরণ অনেকাংশেই মিলে না প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে। তিনি কাশ্মীরের এক ড্রাইভারের সঙ্গে কথা বলেন, যিনি দাবি করেন, সদ্য বিবাহিত দম্পতির উপর হামলা এবং স্বামীর মৃত্যুসবই ছিল একটি ‘পরিকল্পিত নাটক’।

সাংবাদিক তিওয়ারির প্রশ্ন ছিল, ‘এই হামলার ঘটনা কি সত্যি?’ উত্তরে ওই কাশ্মীরি ড্রাইভার বলেন, ‘না, সব মিথ্যা। স্বামী জীবিত আছেন। এটি সম্পূর্ণ নাটক।’ তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় সংবাদমাধ্যম নিয়মিত মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিওয়ারির রিপোর্টে সরকারি ভাষ্যের একাধিক অসঙ্গতি তুলে ধরা হয়েছে, যা এই তথাকথিত সন্ত্রাসী হামলার সত্যতা ও এর পেছনের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

একজন বিশ্লেষক এ বিষয়ে বলেন, ‘তিওয়ারির রিপোর্ট প্রমাণ করে, পেহেলগাম ঘটনাটি আদতে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল, যার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রচারণা।’

কাশ্মীরি ওই ড্রাইভার যুক্তি তুলে ধরে বলেন, ‘১০ কিলোমিটার দূর থেকে গুলি ছোড়া সন্ত্রাসীরা কীভাবে জানলো ভুক্তভোগীরা কোন ধর্মের?’

তিওয়ারির সাক্ষাৎকারে কাশ্মীরি ওই ড্রাইভার আরও হুঁশিয়ারি দেন, যদি কেন্দ্রীয় সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিপীড়ন বন্ধ না করে, তাহলে সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।

এই প্রতিবেদন সামনে আসার পর ভারতে হামলাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, সরকার বা নিরাপত্তা বাহিনী এই অনুসন্ধানের জবাবে কী প্রতিক্রিয়া জানায়।

রাকিব

×