
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন করে আতঙ্কের নাম হয়ে উঠছে ‘গডফাদার’ ম্যালওয়্যার। সাইবার সিকিউরিটি সংস্থা Zimperium জানিয়েছে, এই ভাইরাসের নতুন ভার্সন এখন আরও বেশি ভয়ানক এবং কৌশলী। এটি একেবারে বাস্তব ব্যাংকিং অ্যাপের ‘ভার্চুয়াল কপি’ তৈরি করে ব্যবহারকারীদের চোখে ধুলো দিচ্ছে।
কীভাবে কাজ করে এই ম্যালওয়্যার?
প্রথমে এটি একটি ম্যালিশাস “হোস্ট অ্যাপ” হিসেবে ইনস্টল হয় এবং ডিভাইসে থাকা জনপ্রিয় ব্যাংক বা ক্রিপ্টো অ্যাপ স্ক্যান করে। এরপর সে অ্যাপগুলোর ভার্চুয়াল সংস্করণ ডাউনলোড করে তার নিজস্ব স্যান্ডবক্স পরিবেশে চালায়। ব্যবহারকারী যখন সেই অ্যাপ খোলেন, তখন তাকে আসল অ্যাপের মতোই ইন্টারফেস দেখায়—কিন্তু সকল কার্যক্রম ম্যালওয়্যারের নজরে চলে যায়।
এর ফলে কী কী হতে পারে:
- আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইউজারনেম, পাসওয়ার্ড, পিন সব হাতিয়ে নিতে পারে
- OTP, ব্যাকএন্ড রেসপন্সসহ সকল তথ্য রেকর্ড করা যায়
- এমনকি আপনার ফোন আপনি ব্যবহার না করলেও দূর থেকে ট্রান্সফার ও পেমেন্ট করা সম্ভব
কোথায় ছড়িয়েছে এই ভাইরাস?
প্রাথমিকভাবে তুরস্কের ব্যাংকিং অ্যাপগুলোকে লক্ষ্য করে এটি ছড়ালেও নিরাপত্তা গবেষকরা বলছেন, এর আগেও Godfather বিশ্বের ১২টির বেশি দেশে হামলা চালিয়েছে। সুতরাং, এটি যে যেকোনো সময় বাংলাদেশসহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে না, এমন নয়।
কীভাবে রক্ষা পাবেন?
- শুধু Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করুন
- Settings > Apps > Special app access > Install unknown apps থেকে ‘Unknown Sources’ বন্ধ রাখুন
- Google Play Protect সক্রিয় রাখুন
- অপ্রয়োজনীয় ও অচেনা অ্যাপ আনইনস্টল করুন
- ইমেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
- পপআপ বিজ্ঞাপন থেকে দূরে থাকুন
যেহেতু গডফাদার ম্যালওয়্যার ব্যবহারকারীদের চোখে ধুলো দিতে সক্ষম, তাই সাধারণ সতর্কতাই এখন সবচেয়ে বড় নিরাপত্তা। সন্দেহ হলেই দ্রুত কোনো সাইবার বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন এবং ব্যাংক অ্যাকাউন্টে অপ্রত্যাশিত কোনো লেনদেন দেখা দিলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।
আঁখি