
ছবিঃ সংগৃহীত
মিডিয়া সন্ত্রাসের শিকার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতা আসাদ বিন রনি।
মঙ্গলবার (০৬ মে) তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন।
তিনি তার পোস্টে একটি নিউজ মিডিয়ার ফটোকার্ড শেয়ার করে বলেন, "মিডিয়া সন্ত্রাসের শিকার এনসিপি (NCP)। এখানে হেডলাইন হওয়ার কথা ছিল—হোমিওপ্যাথি স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পুলিশে দিলেন এনসিপি নেতারা।"
উল্লেখ্য, ফটোকার্ডটিতে যে নিউজের হেডলাইন ছিল তা ছিল: "কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা।"
তিনি আরও বলেন, “গতকাল সারাদিন কক্সবাজারে একটি ঘটনা নিয়ে মিডিয়াগুলো নিউজ করলো—‘NCP নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো জনতা’। আসল ঘটনা হলো, NCP কক্সবাজারের এক কর্মীর মাছের হ্যাচারিতে চুরি করতে এসে এক চোর নৈশপ্রহরীর হাতে নিহত হয়। সেই খুনকে কেন্দ্র করে এলাকাবাসী হ্যাচারির মালিকের প্রতি ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।”
তিনি অভিযোগ করে বলেন, “এই যে পরিকল্পিতভাবে NCP-র বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস করা হচ্ছে, তার দায় কিন্তু মিডিয়া হাউজগুলোকে নিতে হবে। খালেদা জিয়ার এয়ার ফ্লাইটের লাইভ দেখিয়ে পার পেয়ে যাবেন—এই ভাবনায় থাকলে ভুল পথে আছেন।”
ইমরান