
মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক মিসাইল হামলা। হামলার দায় স্বীকার করে হুশিয়ারি দিয়েছে হুতি গোষ্ঠী, পাল্টা হুমকি এসেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিক থেকেও। এবার টার্গেটে শুধু হুতি নয়, সরাসরি ইরান।
ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাত লাগে বেনগুরিয়ন বিমানবন্দরে।নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন ইসরাইলিরা।
রোববারের হামলার কয়েক ঘণ্টার মাথায় বিমান চলাচল মোটামুটি স্বাভাবিক হলেও, সোম ও মঙ্গলবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় লুফথানসা, ডেলটা, আইটি এয়ারওয়েজ ও এয়ারফ্রান্সের মতো এয়ারলাইন্সগুলো।
হামলার পরপরই দায় স্বীকার করে হুতি গোষ্ঠী। গাজায় তেল আবিবের অভিযান জোরদারের প্রতিবাদে শত্রুপক্ষের আকাশসীমাকে বারবার টার্গেট করার হুশিয়ারি দেয় তারা।
হুতি থেকে জানানো হয়, "ইসরাইলের বিমানবন্দর, বিশেষ করে বেনগুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে বারবার এবং ব্যাপক আকারে হামলার ঘোষণা দিচ্ছি। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এই মুহূর্ত থেকেই বিষয়টি বিবেচনার জন্য সতর্ক করছি। তাদের এয়ারক্রাফটের নিরাপত্তায় যেন অপরাধী দেশটির বিমানবন্দরে সব ফ্লাইটের সিডিউল বাতিল করে।"
দেশটির সুরক্ষিত স্পর্শকাতর স্থানে হুতিদের এমন হামলায় চরম ক্ষিপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুশিয়ারি দিয়েছেন, কেবল হুতিরাই নয়, উপযুক্ত জবাব পাবে তাদের পৃষ্ঠপোষক ইরানও।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, "বাণিজ্য রুটে আমরা অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। হুতিদের কারণে পুরো বিশ্বই চ্যালেঞ্জের মুখে, এটা সহ্য করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, জানি তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশনা ও সহায়তায় কাজ করে তারা। দেশের নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন করব। ইরানকে সতর্ক করতে চাই, এটা চলতে পারে না।"
একইদিন সতর্ক বার্তা দেয় তেহরানও। দেশটির উপর কোনও ধরনের হামলা হলে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট ঘাঁটিগুলো এবং সেনাদের টার্গেট করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে।
সূত্র:https://tinyurl.com/5n7mejfc
আফরোজা