ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নতুন করে পাকিস্তানের নদীর পানি বন্ধ করল ভারত, জবাবে যা করল পাকিস্তান

প্রকাশিত: ০৪:২৫, ৬ মে ২০২৫

নতুন করে পাকিস্তানের নদীর পানি বন্ধ করল ভারত, জবাবে যা করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

কাশ্মীর হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনায় নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর পাল্টাপাল্টি গোলাগুলিতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাতের। একইসঙ্গে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানও পাল্টা জবাবে ভারতীয় পণ্যের স্থল, সমুদ্র ও আকাশপথের ট্রানজিট নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই টানাপোড়েনের প্রেক্ষিতে আগামী রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে আলোচনায় আসবে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত। পাকিস্তানের অনুরোধে এই জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার জেরে ভারত চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়। এর পরই পাকিস্তান কড়া অবস্থান নিয়ে ভারতীয় পণ্যের ট্রানজিট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে।

উভয় পক্ষের সেনারা প্রতিদিনই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে লিপ্ত হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে তারা ভারতের রাফায়েল যুদ্ধবিমান ঠেকিয়ে দিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে যেকোনো হুমকির। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা ভারতের যেকোনো আক্রমণ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

বর্ধিত উত্তেজনার মাঝে শান্তির উদ্যোগ নিচ্ছে কিছু আন্তর্জাতিক পক্ষ। ইরান এবং আরব দেশগুলোর জোট জিসিসি (GCC) দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে।

এদিকে সামরিক সংঘাতের আশঙ্কায় ভারত ও পাকিস্তানে ভ্রমণের ব্যাপারে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। এর আগেই যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারি করেছিল।

উভয় দেশই যেখানে পরমাণু শক্তিধর, সেখানে এমন তীব্র উত্তেজনা গোটা অঞ্চলের জন্য অশনিসঙ্কেত। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে জাতিসংঘের আসন্ন বৈঠকের দিকেই।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=MQRUXZ5Jff8

রাকিব

আরো পড়ুন  

×