
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিভ্রান্তি। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিশেষ করে টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিও ২৩ লাখ বার দেখা হয়েছে, যার প্রতিক্রিয়ায় অংশ নিয়েছেন ৯৩ হাজারেরও বেশি ব্যবহারকারী।
তবে ফ্যাক্টচেক করে জানা গেছে, দাবিটি ভিত্তিহীন এবং ছবিটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি। ছবিটি প্রথম প্রকাশ পায় ২০২৩ সালের ১৮ অক্টোবর, ইউটিউব চ্যানেল ‘USMC’ এর একটি ওয়ার সিমুলেশন ভিডিওর থাম্বনেইলে। একই ছবি পরে ‘Milsim Ak47’ ও ‘OMRL Troops’ নামের আরও দুইটি গেমিং চ্যানেলেও ব্যবহার করা হয়।
এই চ্যানেলগুলোর সব ভিডিওই ‘Arma 3’ নামক একটি যুদ্ধ-সিমুলেশন গেমের রেকর্ডিং। অর্থাৎ এগুলো বাস্তব কোনো যুদ্ধ বা সামরিক অভিযানের ভিডিও নয়, বরং ভার্চুয়াল রিয়ালিটি ও গেমপ্লে ভিত্তিক কনটেন্ট।
ছবিটি ‘Sightengine’ নামের একটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে বিশ্লেষণ করে দেখা যায়, ৯৯% সম্ভাবনায় ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি। ছবির কোনো অংশই কোনো স্বীকৃত বা নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
এছাড়া, একটি দেশের বিমান বাহিনী যদি অন্য দেশের যুদ্ধবিমান ভূপাতিত করত, তাহলে সেটা অবিলম্বে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হতো। কিন্তু এমন কোনো প্রমাণ বা সংবাদ নেই।
এটি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরির একটি প্রচেষ্টা, যা ভুল তথ্য ছড়িয়ে ব্যবহারকারীদের উত্তেজিত ও বিভ্রান্ত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যমে কোনো ছবি বা ভিডিও দেখলেই সেটি শেয়ার বা বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। AI-এর যুগে ছবি বা ভিডিওর সত্যতা শনাক্ত করা এখন আরও গুরুত্বপূর্ণ।
সূত্র: https://www.youtube.com/watch?v=I9BbH4ZPWNA
রাকিব