
দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে ফেরার পথে কাতারে যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকালে দেশে পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও, রাস্তায় কোনো ধরনের জমায়েত হয়নি।
দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি থাকলেও, চলমান এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে নেতাকর্মীদের বিমানবন্দর সড়কে অবস্থান না নিতে অনুরোধ করা হয়। ফলে দলের পক্ষ থেকে সীমিত পরিসরে স্বাগত আয়োজন করা হয়েছে।
এর আগে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন বেগম খালেদা জিয়া। বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নাতনি জায়মা রহমান এবং লন্ডন বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।
আফরোজা