
ছবি: জনকণ্ঠ
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাত ১টা হতে ৩টা পর্যন্ত ভোলা কোস্ট গার্ড বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার মোঃ মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি করে ৬ টি (ককটেল) ও ৫ টি দেশীয় অস্ত্র (২টি রামদা, ১টি কুড়াল এবং ২টি চাপাতি) সহ মোঃ মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) আটক করা হয়।
আটককৃত মোঃ মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরশামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
জব্দকৃত হাতবোমা, দেশীয় অস্ত্র এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আবীর