ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এ টি এম আজহারকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ১৬:১২, ৬ মে ২০২৫

এ টি এম আজহারকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন স্ট্যাটাস

ছবি: সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়।

আজহারের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। আদালতের পূর্ববর্তী আদেশ অনুযায়ী, আবেদনকারীদের সারসংক্ষেপ জমা দেওয়ার পর প্রসিকিউশন পক্ষকেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ আজহারুল ইসলামের রিভিউ আবেদন গ্রহণ করে এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দেয়। শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হলেও তা পিছিয়ে মঙ্গলবার শুরু হয়।

এদিকে, এ টি এম আজহারের মুক্তি কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুকে দেওয়া বার্তায় তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর সম্মানিত মজলুম নেতা এ টি এম আজহার ভাইয়ের মামলার শুনানি চলছে। বিনত মস্তকে সবাই দোয়া করুন- মজলুম ভাইটি অচিরেই যেন মুক্ত হয়ে আমাদের বুকে ফিরতে পারেন। হে মহান রব, এ কালো অধ্যায়ের পূর্ণ সমাপ্তি ঘটিয়ে দাও। আমীন

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। পরে তিনি এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন।

নুসরাত

×