ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বৈধ পথে ইতালি যেতে বাংলাদেশ-ইতালি’র মধ্যে সমঝোতা স্মারক সই

কূটনৈতিক রিপোর্টার। 

প্রকাশিত: ১৮:৫৪, ৬ মে ২০২৫

বৈধ পথে ইতালি যেতে বাংলাদেশ-ইতালি’র মধ্যে সমঝোতা স্মারক সই

ছবিঃ সংগৃহীত

বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈধ অভিবাসন উৎসাহিত করার জন্য ইতালির সঙ্গে অভিবাসন ও সচলতা মোবিলিটি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে উভয় দেশ।


মঙ্গলবার (৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় এই সমঝোতা স্মারক সই করেন।


এর পাশাপাশি উভয় পক্ষ সফর উপলক্ষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল ছিল দুই দেশের সরকারের মধ্যে অভিবাসন ও মোবিলিটি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক এমওইউ সই করা। বাংলাদেশের পক্ষে এই সমঝোতা স্মারক বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ, রেমিট্যান্স প্রবাহ নিশ্চিতকরণ এবং বৈধ অভিবাসন পথের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

অপরদিকে ইতালির ক্ষেত্রে, এটি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার পাশাপাশি শ্রম ঘাটতির চ্যালেঞ্জগুলোর সমাধান দিয়েছে। এই সমঝোতা স্মারক ২০১৭ সালে বাংলাদেশ এবং ইইউর মধ্যে স্বাক্ষরিত ‘অনুমোদন ছাড়া অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রত্যাবর্তনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি’র বিধানগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে যৌথভাবে এবং আরও কার্যকরভাবে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় সহায়তা করবে।


ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ৫-৬ মে বাংলাদেশে সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


উভয় পক্ষই ইতালির সরকার প্রধানের দ্রুততম সময়ে বাংলাদেশ সফরের আয়োজনের বিষয়ে একমত হয়েছে। সফরকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা পর্যালোচনা করে এবং নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সহযোগিতা, সুগম ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থা এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। উভয় পক্ষই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং তাদের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক উপকারী অংশীদারত্ব গড়ে তোলার জন্য বাংলাদেশ ও ইতালির অভিন্ন আকাঙ্খার প্রতিফলনের বিষয়ে আলোচনা করেছে।

রিফাত

×