ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলার হুঁশিয়ারি দিলেন হিরো আলম

মাহফুুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৯:২৮, ৬ মে ২০২৫; আপডেট: ১৯:২৯, ৬ মে ২০২৫

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলার হুঁশিয়ারি দিলেন হিরো আলম

ছবি: সংগৃহীত

 বগুড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগ অস্বীকার করে মামলার বাদী মিথিলার বিরুদ্ধে পাল্টা মামলা করার হুশিয়ারি দিয়েছেন তিনি। হিরো আলম দাবি করেছেন, এটি একটি সাজানো নাটক এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র। 

মঙ্গলবার (৬ মে) বিকেলে বগুড়ার এরুলিয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। হিরো আলম বলেন, “যদি সে বিয়ের কাগজপত্র দেখাতে পারে, তাহলে আমি তাকে বউ হিসেবে মেনে নেব। আর যদি না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবো।” তিনি আরও জানান, ইতোমধ্যে মামলার নথি সংগ্রহ করেছেন এবং সেখানে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সাংবাদিকদের সামনে হিরো আলম দাবি করেন, মিথিলা আগে তার বাসায় ভাড়াটিয়া ছিলেন এবং পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিলো। “সে বলছে বিয়ে হয়েছে, অথচ কাবিননামা বা দেনমোহরের কোনো প্রমাণ দেখাতে পারছে না। উল্টো সে নিজেই মিডিয়ার কেউ না হয়েও নায়িকা হওয়ার চেষ্টা করছিল তিনি।

এই ঘটনার পেছনে নিজের সাবেক স্ত্রী রিয়া মনির হাত রয়েছে বলে অভিযোগ করেন হিরো আলম। “সে আমাকে হুমকি দিয়েছে ‘তুই আমাদের বাদ দিয়ে অন্য মেয়েদের নিয়ে ঘুরিস, তোর বিচার আমি করবো’। এখন সে আরেকজনকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

তিনি বলেন, “আমার তিনটি বিয়ে হয়েছিল। আমি কোনো কিছু গোপন করিনি। এখন যেহেতু রিয়া মনি ও মিথিলা মিলে আমার সম্মান নিয়ে খেলছে, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।”

উল্লেখ্য, গত ৪ মে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এ সাদিয়া রহমান মিথিলা এই মামলা দায়ের করেন। মামলায় হিরো আলমসহ ছয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিম। আদালত ইতোমধ্যে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।

আসিফ

×