ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এবার ভারতীয় বাজি জব্দ করলো বিজিবি

মো: সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ২২:৪৫, ৬ মে ২০২৫

এবার ভারতীয় বাজি জব্দ করলো বিজিবি

ছবি: সংগৃহীত

মো. সাইফুল ইসলাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে ভারতীয় বাজি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকার চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জদ্ধ করা হয়।    

মঙ্গলবার দুপু বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল মো: জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়।যার সিজার মূল্য ২৬ লাখ ১৭ হাজার ৫৫০টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: জিয়াউর রহমান জানান,সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে (৬০ বিজিবির) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জদ্ধ করা হয়েছে। তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।     

আসিফ

×